Ten Commandments
১। ধানমন্ডি ৩২ নম্বরে আবার যেন নির্মিত হয় একটি আলিশান নতুন ধানমণ্ডি ৩২ নম্বর। শেখ মুজিবুর রহমানের স্মৃতি আবার যেন রক্ষিত হয়। রেপ্লিকা দিয়ে হলেও যেন জাদুঘর বানানো হয়।
২। আরও বড় করে, আরও বিরাট করে মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য এবং জাদুঘর আবার যেন নির্মিত হয়। স্কুল কলেজের পাঠ্যবইয়ে যেন অবশ্যই নির্ভুল এবং অবিকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস প্রাধান্য পায় ।
৩। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় কী কী ভুল করেছেন সেগুলো যেন উল্লেখ করেন, তাঁর যেন অনুশোচনা হয়, তিনি যেন অনুতপ্ত হন। নিজের ভুলের জন্য যেন ক্ষমা চান।
৪। চোর বদমাশ দুর্নীতিবাজদের হটিয়ে সৎ , সাহসী, প্রগতিশীল, উদার, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক, নিষ্ঠ , নারীবাদী এবং মুক্তচিন্তায় বিশ্বাসী কর্মীদের নিয়ে যেন নতুন আওয়ামী লীগ গঠিত হয়।
৫। ধর্মভিত্তিক রাজনীতির যেন সমাপ্তি ঘটে। সেক্যুলার রাষ্ট্র যেন গঠিত হয়।
৬। কোনও ধর্মীয় মৌলবাদকে যেন বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া না হয়। ধর্মের প্রচার যেন চিরকালের জন্য বন্ধ হয়।
৭। মাদ্রাসাগুলোকে যেন আধুনিক বিজ্ঞান- স্কুলে রূপান্তরিত করা হয়।
৮। ওয়াজ ব্যবসা যেন চিরতরে বন্ধ হয়।
৯। ইসলামী সন্ত্রাসীরা যেন কারাগারে নিক্ষিপ্ত হয়। অমুসলিমদের যেন পূর্ণ নিরাপত্তা থাকে।
১০। যত মসজিদ আছে দেশে তার চার ভাগের তিন ভাগ যেন গৃহহীন এবং বস্তিতে বাস করা হতদরিদ্র মানুষদের বসবাসের জন্য বরাদ্দ করা হয়।