জয় বাংলা ৭১ (একাত্তর) পোর্টাল থেকে আপনাকে স্বাগতম।
আমরা কারো পক্ষে বা বিপক্ষে নই। আমরা বাংলাদেশের পক্ষে, বাংলার স্বাধীনতার, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধা, স্বাধীকার, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ ও জাতীয়তাবোধ এর পক্ষে।
যখন কোন দেশদ্রোহী, রাজাকার, আল বদর, আল সামস, কোন পাকিস্তানি প্রেতাত্মা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শকুনি দৃষ্টিতে তাকাবে আমরা তাদের সেই ঘৃণ্য উদ্দেশ্যের প্রতিবাদ করবো। আমাদের অবস্থান থেকে। ইনশাআল্লাহ এই বাংলায় কোন পাকিস্তানি প্রেতাত্মার আশ্রয়স্থল হবেনা। হয়তো সাময়িক সময়ে তারা সুবিধাজনক থাকবে, কিছু দেশদ্রোহীর সহযোগিতায়।
আমাদের পোর্টাল মুলত ব্লগ বা কলাম প্রকাশের জন্যে। কিন্তু বর্তমান সময়ে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা কিছু সংবাদ প্রকাশ করছি। বিশেষ করে অনেক সংবাদ, কোন সংবাদ মাধ্যম প্রকাশ করছে না বা প্রকাশের সাহস করছে না। আমরা সাধারণ ইউজারদের সহযোগিতা কামনা করি, যদি আপনার এলাকায় কোন ঘটনা ঘটে, তা আপনি নিজে প্রকাশ করতে পারবেন। শুধু রেজিষ্ট্রেশন এবং লগইন করে সংবাদ এবং কলাম প্রকাশ করতে পারবেন।