| Sign-Up

জয় বাংলা - বাংলার জয়। জয় বাংলা ৭১ (একাত্তর) www.JoyBangla71.com পোর্টালে আপনিও কলাম ও সংবাদ প্রকাশ করতে পারবেন। আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা প্রকাশ করতে পারবেন। বাংলাদেশের ইতিহাসের সব চেয়ে নির্মম অবস্থা বর্তমান সাংবাদিকতা। তাই আপনার এলাকার সংবাদ আপনি নিজেই প্রকাশ করুন।

সামাজিক মাধ্যম থেকে

মুহাম্মদ ইউনুস দেশ পরিচালনায় ব্যর্থ

মুহাম্মদ ইউনুস দেশপরিচালনায় যে শতভাগ ব্যর্থ, তা না। তিনি নিরানব্বই শতাংশ ব্যর্থ। এক শতাংশ সফলতা এসেছে তার এবারকার নিউ ইয়র্ক ভ্রমণে। ওখানে তার ভ্রমণকে ঘিরে ধারাবাহিকভাবে মারামারি হচ্ছে। বহুমুখী মারামারি। ইনক্লুসিভ মারামারি। বিগত দেড় দশক বিএনপি-জামায়াত একতরফাভাবে মার খেয়েছে, আওয়ামি লিগ মার দিয়েছে। গত তেরো-চৌদ্দ মাস আওয়ামি লিগ নিরঙ্কুশভাবে মার খেয়ে যাচ্ছে, বিএনপি-জামায়াত মেরে যাচ্ছে। একতরফা মারামারি ভালো লাগে না। মজা মেলে না। ইউনুসের জাতিসংঘ-বনভোজনকে কেন্দ্র করে সংঘটিত মারামারিতে প্রথমে আওয়ামি লিগ নাগরিক পার্টিকে ডিম মেরেছে, এর পর ইউএস আওয়ামি লিগের এক নেতা ভুলক্রমে বিএনপির কোর্টে সেঁধিয়ে পড়ায় বিএনপি এবং বৃহত্তর জামায়াতে ইসলামি (জামায়াত, শিবির, এবি পার্টি ও নাগরিক পার্টি) তাকে ধরে গণধোলাই দিয়ে ‘সেটা’ ভেঙে দিয়েছে। পক্ষান্তরে, আওয়ামি লিগের হাতেও বিএনপি-জামায়াতের কিছু লোক মার খেয়েছে। এ-রকম বহুদলীয় গণতন্ত্র অনেকদিন ধরে দেখিনি, দেখিনি এমন অন্তর্ভুক্তিমূলক মারামারি। নিউ ইয়র্কের এই মুহুর্মুহু মারামারি দেখে রীতিমতো নব্বই দশকের স্বাদ পাচ্ছি। তখন কোনো দল পলাতকও ছিল না, কোনো দল সংসদে ভূমিধস সংখ্যাগরিষ্ঠতাও পেত না, যখন-তখন সংবিধানও সংশোধন করে অতিরিক্ত সুবিধাও আদায় করতে পারত না। ফলে, নিউ ইয়র্কের এই সার্বজনীন মারামারি নব্বইয়ের দশকের নস্টালজিয়া ফিরিয়ে দিয়েছে, বুকের ওপর থেকে নামিয়ে নিয়েছে পাষাণভার। এতদিন সেনাপ্রধানের মতোই বুকে পাথর বেঁধে ছিলাম। এখন এটা ভেবে স্বস্তি পাচ্ছি যে, মারামারি এখন থেকে আর একতরফা হবে না। একতরফা মারামারি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। টেকসই গণতন্ত্রের জন্য চাই পিআর পদ্ধতির সমানুপাতিক মারামারি।

একবছর পর বাঙালিদের মধ্যে বহুদলীয় মারামারি প্রবর্তনের একক কৃতিত্ব শান্তিতে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের। এই বাবদ বাঙালির উচিত অধ্যাপককে আরও পাঁচ বছর ক্ষমতায় রেখে দেওয়া। আর অধ্যাপকের উচিত নিউ ইয়র্কের একটা সুবিধাজনক জায়গায় আওয়ামি লিগ, বিএনপি ও বৃহত্তর জামায়াতে ইসলামির দশজন করে কুস্তিকর্মীকে একযোগে ময়দানে নামিয়ে মারামারি বাধিয়ে দেওয়া। মারামারিতে যারা জিতবে, তাদেরকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে। তাৎক্ষণিকভাবে দেওয়া হবে আড়াইশো টাকা, টাকাটা অধ্যাপক নিজহাতে দেবেন। বাকি আড়াইশো টাকা দেওয়া হবে পঞ্চাশ টাকা করে আলাদা-আলাদা পাঁচ কিস্তিতে।

link

মন্তব্য করুন