| Sign-Up

জয় বাংলা - বাংলার জয়। জয় বাংলা ৭১ (একাত্তর) www.JoyBangla71.com পোর্টালে আপনিও কলাম ও সংবাদ প্রকাশ করতে পারবেন। আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা প্রকাশ করতে পারবেন। বাংলাদেশের ইতিহাসের সব চেয়ে নির্মম অবস্থা বর্তমান সাংবাদিকতা। তাই আপনার এলাকার সংবাদ আপনি নিজেই প্রকাশ করুন।

কলাম

জঙ্গি সাজে অভিনয় নাকি, প্রস্তুতি?

জঙ্গি সাজে অভিনয় নাকি, প্রস্তুতি?

তারা নাকি যেমন খুশি তেমন সাজে অভিনয় করছে, এতো কিছু থাকতে জঙ্গি সাজে কেন সাজতে হবে? তারা কি এর পর তাদের প্রতীকী শাস্তি দিয়েছে? কিংবা এর বিরুদ্ধ্ব কোন সংলাপ উপস্থাপন বা জন সচেতনতা করেছে? উত্তর হচ্ছে না।
তাহলে আপনি আমি এটাকে এতো সহজ ভাবে নিচ্ছি কেন? এটা কি তাদের বা তাদের সংগঠনের মূল উদ্দেশ্য নয়? এবং তারা এটা সেজে নিজেরা গর্ব অনুভব করেছে না? অথবা তারা জান্নাতের টিকেট পাওয়ার আনন্দ পাচ্ছে না, আপনি তা কি করে মনে করলেন? আপনি তাদের পক্ষে তখনি থাকবেন, যখন আপনি বাংলাদেশকে একটা তালেবানি রাষ্ট্র বা জঙ্গি রাষ্ট্রে দেখতে চান। আমি মনে করি এটি হলো আমাদের জন্য আগাম সতর্ক বার্তা আর তাদের জন্য, প্রস্তুতি বার্তা।

মন্তব্য করুন