| Sign-Up

জয় বাংলা - বাংলার জয়। জয় বাংলা ৭১ (একাত্তর) www.JoyBangla71.com পোর্টালে আপনিও কলাম ও সংবাদ প্রকাশ করতে পারবেন। আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা প্রকাশ করতে পারবেন। বাংলাদেশের ইতিহাসের সব চেয়ে নির্মম অবস্থা বর্তমান সাংবাদিকতা। তাই আপনার এলাকার সংবাদ আপনি নিজেই প্রকাশ করুন।

খবর

‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত

(বাংলাদেশের ইতিহাসে লজ্জাজনক দিন)
জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ।
মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন বেঞ্চ।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে গত ২ ডিসেম্বর আবেদন করে রাষ্ট্রপক্ষ।
২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ।
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদের করা রিট আবেদনের শুনানি শেষে এই রায় দেয় হাই কোর্টের এই বেঞ্চ।
পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা। এরপর ২ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

(Source – bdnews)

মন্তব্য করুন