‘জয় বাংলা’ জাতীয় স্লোগান নয় বলে গত সপ্তাহে রায় দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তারপর থেকে আওয়ামী লিগের নেতা কর্মীরা আরও বেশি করে ওই স্লোগান দেওয়া শুরু করেছেন। তার জেরে প্রাণ গেল দলের দুই ছাত্র নেতার।
সরকারি সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের উত্তর প্রান্তের জেলা চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে ছাত্র লিগের নেতা হিসাবে পরিচিত দুই তরুণ দেওয়ালে জয় বাংলা স্লোগান লিখেছিল। এই অপরাধে একদল লোক তাঁদের উপর চড়াও হয়। প্রকাশ্যে সকলের সামনে তাঁদের কুপিয়ে হত্যা করা হয়। বাধা দিতে গেলে আহত হন চারজন।
নিহতেরা হলেন, মহম্মদ মাসুদ রানা এবং মহম্মদ রায়হান। মাসুদ রানা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র লিগের সভাপতি এবং সংগঠনের নাচোল উপজেলার সহ সম্পাদক। অন্যদিকে, মহম্মদ রায়হান নাচোল উপজেলার নেতা। মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ দু’জনকে ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে কুপিয়ে হত্যা করে একদল দুষ্কৃতী। আওয়ামী লিগের অভিযোগ জামায়াত ইসলামির ছাত্র শাখা ছাত্র শিবির ও বিএনপি কর্মীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। প্রসঙ্গত ইউনুস সরকার মাস দুই আগে আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগকেও নিষিদ্ধ ঘোষণা করে। তবে ওই সংগঠন তাদের সংগঠন ভেঙে দেয়নি। কার্যক্রমও চালিয়ে যাচ্ছে সরকারি নজরদারি এড়িয়ে।