আপনার কাছে বিষয়টা হাস্যকর, বিভ্রান্তিকর কিংবা উদ্ভটও মনে হতে পারে। কিন্তু সাম্প্রতিক কালে দেশের যে সার্বিক পরিস্থিতি এবং দেশ বিদেশের নানান ষড়যন্ত্রে এটা প্রতিয়মান হয় যে, দেশে ভিন্ন কিছু হতে চলেছে। বস্তুত যা দৃশ্যমান এবং প্রত্যক্ষভাবে অনুমান করা হচ্ছে, কারা ক্ষমতায় আসছে এবং কিংবা দেশের রাজনীতিতে কারা প্রভাব বিস্তার করবে।
কিন্তু গোপনে এবং পরোক্ষভাবে যা বুঝা যাচ্ছে, অনুমানের বাহিরে সম্পূর্ণ ভিন্ন কিছু হতে চলেছে। যা সাধারণ মানুষের ধারণার বাহিরে। এবং বিশ্বাসের বাহিরে।
আমলাতন্ত্র প্রশাসনিক এবং আন্তর্জাতিক চাল-ষড়যন্ত্র বুঝার বা অনুমান করার ক্ষমতা এই আতেল বিপ্লবীদের বুঝার কথাও নয়।
এরা এও জানে না যুগে যুগে অতি বিপ্লবীদের কি হয়েছে, পরিণতি কি হয়েছে। বাংলাদেশেও অনেক উদাহরণ আছে। বিদেশে বসে যারা এইসব করাচ্ছে, তারা তাদের নিয়ে অন্তরালে হাসছে। কারণ অশিক্ষিত – মূর্খ্য হুজুগিদের নিয়ে যা করার তারা তাই করছে।
এবং এই হুজুগিদের শেষ পরিণতি ওরা প্রদান করবেই। কারণ ব্যবহারের পর ময়লাগুলোকে তার জায়গায় ছুড়ে ফেলে দেবেই।
এবং এই পরিণতি থেকে তাদের ফিরে আসার আর কোন সুযোগ নেই।
প্রকৃতি সকলকে তার প্রাপ্যটা ফিরিয়ে দিবেই।