| Sign-Up

জয় বাংলা - বাংলার জয়। জয় বাংলা ৭১ (একাত্তর) www.JoyBangla71.com পোর্টালে আপনিও কলাম ও সংবাদ প্রকাশ করতে পারবেন। আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা প্রকাশ করতে পারবেন। বাংলাদেশের ইতিহাসের সব চেয়ে নির্মম অবস্থা বর্তমান সাংবাদিকতা। তাই আপনার এলাকার সংবাদ আপনি নিজেই প্রকাশ করুন।

খবর

রাষ্ট্রপতি যেখানে খালি পায়ে শ্রদ্ধা জানাচ্ছেন, সেখানে জুতো পরে শ্রদ্ধা ইউনুসের

শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে জুতো পায়ে শ্রদ্ধাজ্ঞাপন

বর্তমানে দেশের গণমাধ্যম ইতিহাসের সর্বনিকৃষ্ট যুগে আছে। যেখানে সাধারণ কোন সংবাদ প্রকাশ বা কথা বলতে নূন্যতম সাহস নেই।

বিতর্ক যেখানে বেঁধেছে তা হল, রাষ্ট্রপতি শহিদ বেদিতে খালি পায়ে ফুল-মালা দিয়ে শ্রদ্ধা জানালেও ইউনুস এদিন জতো পরে শ্রদ্ধা জানান। যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে।
শনিবার দল নির্বিশেষে দেশ জুড়ে নিন্দার মুখে পড়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। শহিদ বুদ্ধিজীবী স্মারকে জুতো পায়ে শ্রদ্ধা নিবেদন করছেন তিনি। সেই ছবি ভাইরাল হতে দেশবাসীর তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি।

রাষ্ট্রপতি যেখানে খালি পায়ে শ্রদ্ধা জানাচ্ছেন, সেখানে জুতো পরে শ্রদ্ধা ইউনুসের
রাষ্ট্রপতি যেখানে খালি পায়ে শ্রদ্ধা জানাচ্ছেন, সেখানে জুতো পরে শ্রদ্ধা ইউনুসের

শনিবার বাংলাদেশে শহিদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনারা গোটা পূর্ব পাকিস্তান জুড়ে ইঞ্জিনিয়ার, লেখক, শিল্পী, অভিনেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর গণহত্যা চালায়। উদ্দেশ্যই ছিল গোটা ইন্টেলেকচুয়াল প্রপারটিকে ধ্বংস করে দেওয়া। তার পর থেকেই দিনটি সে দেশে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়ে আসছে।

ঘটনা হল, আজ শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতি স্মারকে বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। বিতর্ক যেখানে বেঁধেছে তা হল, রাষ্ট্রপতি শহিদ বেদিতে খালি পায়ে ফুল-মালা দিয়ে শ্রদ্ধা জানালেও ইউনুস এদিন জতো পরে শ্রদ্ধা জানান। যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। ক্ষোভ এই যে এরকম একটা দিনকে ইউনুস চূড়ান্ত অমর্যাদা করেছেন।

বলাবলি চলছে, এই সরকারের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার কোনও গুরুত্বই নেই। অনেকেই মনে করছে ‘জয় বাংলা’ স্লোগান বাতিল, শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ এবং ১৫ অগস্টের শোক দিবসের ছুটি বাতিল, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দ বাতিল করে দেওয়া ইত্যাদি এই সরকারের কাছে কোনও ব্যাপারই নয়।

সোশ্যাল মিডিয়ায় লেখালিখি হচ্ছে, ‘শহিদ বুদ্ধিজীবীদের প্রতি মহামান্য রাষ্ট্রপতির খালি পায়ে শ্রদ্ধা জানানোর দৃশ্যটি জাতির প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও বিনম্রতা প্রকাশ করে। অন্যদিকে, ড. ইউনুসের জুতা পায়ে শ্রদ্ধা প্রদর্শন স্বাধীনতার চেতনার প্রতি তাঁর অবজ্ঞা ও অন্তর্নিহিত মানসিকতাকে স্পষ্ট করে।’

লেখা হচ্ছে, ‘এটি শুধুমাত্র আচরণের পার্থক্য নয়, বরং জাতীয় বীরদের প্রতি কার কতটুকু দায়বদ্ধতা আছে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। স্বাধীনতার চেতনা শুধু কথায় নয়, আচরণেও প্রকাশ পায়।’

(ক্রেডিট – thewall)

মন্তব্য করুন