| Sign-Up

জয় বাংলা - বাংলার জয়। জয় বাংলা ৭১ (একাত্তর) www.JoyBangla71.com পোর্টালে আপনিও কলাম ও সংবাদ প্রকাশ করতে পারবেন। আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা প্রকাশ করতে পারবেন। বাংলাদেশের ইতিহাসের সব চেয়ে নির্মম অবস্থা বর্তমান সাংবাদিকতা। তাই আপনার এলাকার সংবাদ আপনি নিজেই প্রকাশ করুন।

খবর

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার কলাগাছিয়া ইউনিয়নের মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশের সদস্যরা।

বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে অফিসে যাওয়ার কথা বলে সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। এ বিষয়ে বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার বৃহস্পতিবার রাতে রমনা থানায় একটি জিডি করেন।

পরিবারের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হন বিভুরঞ্জন। তিনি বাসায় জানিয়েছিলেন, আজকের পত্রিকার বনশ্রীর অফিসে যাচ্ছেন। তবে তিনি অফিসে পৌঁছাননি এবং নিজের ব্যবহৃত মোবাইলটিও বাসায় রেখে গেছেন। এরপর পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি।

বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার জানান, বাবাকে খুঁজে না পেয়ে তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছেন।

তিনি বলেন, “প্রতিদিনের মতো সকাল ১০টায় বাবাকে বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হতে দেখেছি, কিন্তু এরপর আর বাসায় ফেরেননি। অফিসেও উপস্থিত ছিলেন না।”

এদিকে আজকের পত্রিকা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে রয়েছেন তিনি।

(সুত্র- ঢাকাটাইমস)

মন্তব্য করুন